ডেঙ্গুতে জুলাইয়ের চার সপ্তাহে ১৮২ জনের মৃত্যু


নিউজ ডেস্ক  ২৯ জুলাই, ২০২৩ ৯:৪১ : পূর্বাহ্ণ

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাইয়ের চার সপ্তাহে ১৮২ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৬ হাজার ২২৭ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দৈনিক ৭৬টি হাসপাতালের তথ্য দেওয়া হয়। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ৫০ হাসপাতালের তথ্য এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০৭ জন এবং ঢাকার বাইরে ৫৯৬ জন হাসপাতাল ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭৯ জন এবং ঢাকার বাইরে ৫০ জন মারা যান। এ বছরের ২৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ জন এবং ঢাকার বাইরে ১৮ হাজার ৫০০ জন।

বর্তমানে ৮ হাজার ৬৭৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮০৬ জন। গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ