একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


সকালের-সময়  ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২:৪২ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শনিবার একদিনে সব মিলিয়ে সারাদেশে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো বলে জানান তিনি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাহিদ মালেক একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবার এক কোটি ২০ লাখ টিকার মধ্যে এক কোটি ১১ লাখ লোককে দেওয়া হয়েছে প্রথম ডোজ। বাকিদের দ্বিতীয় ডোজ। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

তিনি ব‌লেন, গত পাঁচ বছ‌রে ১৫ হাজার চি‌কিৎসক ও ২০ নার্স নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। এনথিওল‌জিস্ট ও ল‌্যাব টেক‌নেশিয়ান নি‌য়োগ দেওয়া হ‌বে।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page