সাতক্ষীরায় মোদী বাহিনির গুলিতে ৫ বাংলাদেশি আহত


সকালের-সময় রিপোর্ট ২৩ আগস্ট, ২০১৯ ৩:২৮ : অপরাহ্ণ

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কমপক্ষে পাঁচ বাংলাদেশি আহত হয়েছে। এ সময় ভারত থেকে আনা কয়েকটি গরুর গায়েও গুলির ছররার আঘাত রয়েছে বলে সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটাল সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গরু রাখালরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালির মফিজুল ইসলাম, হায়দর আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা।

স্থানীয়রা জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাই পথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন বেশ কয়েকজন। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, আজ ১১২ টি ভারতীয় গরু এসেছে কুশখালি খাটালে। পাচার হওয়া অনেকগুলি গরুর দেহে গুলির ছররা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিএসএফের বরাত দিয়ে জানান, তারা কোনো গুলি ছোড়েনি। তবে গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেছে তারা। আটকরা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও বলেন, কোনো গরুর গায়ে গুলির ছররা লেগেছে এমন কোনো তথ্য তার কাছে নেই। বিষয়টি নিয়ে খোঁজ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page