শ্বশুরের মৃত্যুর বিষয়ে কি বললেন নায়ক রিয়াজ!


সকালের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০০ : পূর্বাহ্ণ
শ্বশুরের মৃত্যু,নায়ক রিয়াজ

সারাদেশ ডেস্ক : রাজধানীর ধানমন্ডির নিজ বাসার একটি রুমে চেয়ারে বসে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান।

বুধবার রাত পৌনে ১০টার দিকে আত্মহত্যা করার আগে ফেসবুক লাইভে এসে বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে কথা উল্লেখ করলেও তিনি টেবিলের উপর একটি সুইসাইড নোট রেখে গেছেন।

যারা ফেসবুকের লাইভটি দেখছিলেন তারাই পুলিশকে ৯৯৯ এ খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে স্ত্রী তিনাকে নিয়ে দ্রুত শ্বশুরের বাসায় ছুটে আসেন নায়ক রিয়াজ।

এ বিষয়ে রিয়াজ পুলিশকে জানিয়েছে তার শ্বশুরের মৃত্যুর কারণ তারা কিছু জানেন না। পুলিশ তদন্ত করে যা পাবে, তাতেই তারা একমত পোষণ করবেন। তবে তার শ্বশুরের হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

ব্যবসায়ী আবু মহসিন খান কি লেখা ছিল ওই নোটে। পুলিশ বলেছে, সেখানে তিনি লিখেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নোটে লেখা রয়েছে, ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি।

চিরকুটে লিখে গেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। লিখে গেছেন, তিনি ব্যবসা করতেন এবং লোকসানের ভারে কীভাবে জর্জরিত হয়েছেন, সব কিছুই লিখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন,আবু মহসিন খানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, উনার (মহসিন) যারা ফলোয়ার ছিলেন, তারা ঘটনাটি দেখে ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মহসিনের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, চেয়ারের মধ্যে মৃতদেহ আর পাশেই তার বৈধ পিস্তলটি পড়েছিল। পঞ্চম তলার ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। তার স্ত্রী ও সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page