ব্যবসায়ীকে হয়রানির মামলায় চন্দ্রঘোনার ওসি’র জামিন


১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৫০ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মাহমুদুল চট্টগ্রাম মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূরের আদালতে আত্মসমর্পণ করেন।

ঘুষ দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলী খানের দায়ের করা একটি মামলায় সোমবার মাহমুদুল এবং এসআই মো.আশরাফুল ইসলামের আদালতে হাজিরের নির্দেশনা ছিল। কিন্তু মাহমুদুল হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‍জারি করেন বলে সকালেরসময়কে, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে নগরীর হালিশহর থানায় কর্মরত ছিলেন। মামলায় আনা অভিযোগের সময়কালও ২০০৫ সাল।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মোহাম্মদ আলী খান এবং তার বন্ধুর প্রাইভেট কারের চালককে ঘুষের জন্য বিভিন্নভাবে হয়রানি করেন। কয়েকটি মামলা দিয়েও তাদের হয়রানি করা হয়। ২০০৭ সালের ১৩ জুন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

২০০৯ সালের ২৮ জানুয়ারী মামলা আমলে নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন আদালত। দুদক আইনজীবী মেজবাহ জানান, আসামিরা উচ্চ আদালতে যাওয়ায় গত ৮ বছর ধরে মামলাটি সচল ছিল না। ২০১৬ সালে আসামিদের রিট খারিজ হয়। এরপর সোমবার (১৯ ফেব্রুয়ারি) আসামিদের হাজিরের দিন নির্ধারণ করা হয়েছিল। আসামিদের হাজিরের দিন নির্ধারণ করা হয়েছিল।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page