বান্দরবানে সশস্ত্র ‘কেএনএফের’ স‌ঙ্গে র‍্যাবের গুলিবিনিময় চলছে


নিউজ ডেস্ক  ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৭ : অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের সঙ্গে র‌্যা‌বের গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকা‌লে উপজেলার রেমাক্রি ইউপির ২৭‌ কি‌লো নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সবশেষ পাওয়া তথ্যমতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, থান‌চির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যরা। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলিবিনিময় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সকা‌লে অ‌ভিযা‌নের সময় হঠাৎ ক‌রে কু‌কি‌-চিন ও জ‌ঙ্গি বা‌হিনী গু‌লি চালা‌লে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। এখ‌নো গু‌লিবি‌নিময় চল‌ছে।

দুপুর পৌনে ১টার দিকে র‍্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, ‌‘কেএনএফ ও জঙ্গি সদস্যরা পাহাড়ের বিপদ সংকুলান স্থানে অবস্থান করছেন। এ কারণে তাদের থেকে কিছুটা দূরত্বে অ্যাম্বুশ (ওত পেতে থাকা) নিয়েছেন র‍্যাব সদস্যরা। সকাল থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছে, যা এখনো চলমান।

তিনি আরও বলেন, দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি পরিদর্শন করতে আসবেন। জেলা প্রশাসক এলে অভিযানের বিষয়ে তমা তুঙ্গীতে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ