বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে পল্লি চিকিৎসক নিহত


সকালের-সময় রিপোর্ট  ১০ অক্টোবর, ২০২০ ১১:৪৯ : অপরাহ্ণ

বান্দরবান সদর উপজেলা জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজার এলাকায় অচেনা দু’জন লোক আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা পল্লি চিকিৎসক বাচমং মার্মাকে (৪৫) লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি তার পাশের দোকানে কথা বলছিলেন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। গুলি করার পর সন্ত্রাসীরা নিহতের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরিবারের সূত্রে জানা গেছে, নিহত বাচমং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ছিলেন। একসময় ওই এলাকায় সামাজিক কোনো বিচার-আচার হলে তিনি কাগজে লিখিত কাজটা করতেন।

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একজন নিহত হয়েছে। কারা তাকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page