বান্দরবানে তাজা গুলিসহ পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি


সকালের-সময় রিপোর্ট  ৫ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৫ : পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা গুলিসহ অস্ত্র তৈরির ব্যারেল উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‍দুপুর আড়াইটায় উপজেলার দৌছড়ি ইউনিয়নের ভাগ্নেরঝিরি এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। একইদিন রাত ১০টায় ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহ্ আব্দুল আজিজ আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল আজিজ আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২টা ৩০ মিনিটে উপজেলার ভাগ্নেরঝিরি এলাকার গহীন জঙ্গলে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে চারটি এসবিবিএল অস্ত্র, একটি দেশীয় একনলা বন্দুক, দুটি অস্ত্র তৈরির ব্যারেল, একটি কার্তুজ ও পাঁচটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page