প্রযুক্তি নির্ভর কর্মমুখি শিক্ষা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে জাপান


২২ সেপ্টেম্বর, ২০১৮ ৭:২৫ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক:: প্রযুক্তি নির্ভর কর্মমুখি শিক্ষা দেশের প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে জাপান। দেশের উন্নতি করতে এর বিকল্প নাই। আজকে দুপুরে আগ্রাবাদস্থ নিজ কার্যালয়ে চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সাথে মত বিনিময় কালে জাপানের অনারারি কনসাল জেনারেল নুরুল ইসলাম এই কথা বলেন।

তিনি বলেন Science Technology Engineering Arts & Maths (STEAM) নিয়ে জাপান সরকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। মিডিয়া এই ধারনাকে যত দ্রুত সাধারণ জনজগের মধ্যে ছড়িয়ে দিতে পারবে ততই দেশ এগিয়ে যাবে।

মত বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর, সহ সভাপতি আলমগীর অপু, সাধারণ সম্পাদক আলীউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক আয়ুব আলী,ক্রীড়া সম্পাদক লোকমান চৌধুরী, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আজিজুল কদির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরওয়ার আমিন বাবু,নির্বাহী সদস্য জামশেদুর রহমান, শামসুল হুদা মিন্টু, আবুল হাসনাত, সদস্য ফারুক মুনির ও শাওন প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page