পুলিশের জালে ৩ চোরাকারবারি,১০২৪ পিস শাড়ি উদ্ধার


সকালের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২ ৭:২২ : অপরাহ্ণ
পুলিশের জালে,চোরাকারবারি,শাড়ি

সারাদেশ ডেস্ক : কুমিল্লার হোমনা থানা পুলিশের জালে ধরা পড়েছে ৩ চোরাকারবারি। তাদের কাছ থেকে ২৮ বস্তা (১০২৪ পিস) ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা।

এসময় অবৈধভাবে ভারতীয় শাড়ি পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় এবং ৩ চোরাকারবারিকে আটক করে হোমনা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কালু মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান, চালক ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল ও সহকারী বুড়িচং সদরের আ. মতিনের ছেলে সুমন।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘারমোড়া বাবরকান্দি মোড় থেকে এসব শাড়িসহ তাদের আটক করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন হোমনা থানার এসআই আশেকুল ইসলাম।

তথ্যটি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ। বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের শনিবার আদালতে প্রেরণ করা হবে। শাড়িগুলো থানার মালখানায় জমা আছে বললেন ওসি।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page