জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু


সকালের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২ ৮:২৪ : অপরাহ্ণ
রাউজানে, বিদ্যুৎস্পৃষ্ট,কৃষক

সারাদেশ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।

নিহতরা হলেন, বাবা ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯)। ইনতাজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও ফিরোজ মিয়া সরিষাবাড়ী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিড়ে যায়।

দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক। বলেন, সেচ পাম্পের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয় এবং নিহতদের পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তথ্য দেন তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফয়েজুর রহমান।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page