ছাত্রলীগের গাড়ি ভাংচুর,পুলিশের লাঠিচার্জ, গেটে তালা,


১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৫৯ : অপরাহ্ণ

সকালেরসময় ডেস্ক ::  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চবি ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে তালা দেওয়ায় লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ক্ষুব্ধ অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে দাঁড়িয়ে থাকা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর ছাত্রলীগ কর্মীরা।

মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের বলেন, অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। তালা খুলে দেওয়ার জন্য বলা হলেও তারা খুলেনি। তাই তাদের সরিয়ে দিয়ে তালা ভেঙে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়েরর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মিয়া সকালেরসময়কে বলেন, অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরে গিয়ে অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করে। ছত্রভঙ্গ হয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার সংঘর্ষের পর মধ্যরাতে তিন হলে অভিযান চালিয়ে দুটি এলজি, রামদা ও পাথরসহ কয়েক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এতে ছাত্রলীগের একটি অংশ ঘুমন্ত ছাত্রদের ওপর হামলা করা হয়েছে এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর অব্যাহতি চেয়ে অবরোধে ডাক দেয়। এর আগে মঙ্গলবার ভোটে নগরীর বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হুইচপাইন কেটে দেয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়মুখি বাস চলাচলেও বাধা দেয় ছাত্রলীগ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page