চলন্ত বোমায় পরিণত হওয়া সিএনজি অটোরিকশা ধ্বংস করার প্রক্রিয়া শুরু বিআরটিএর


১৪ সেপ্টেম্বর, ২০১৮ ২:৫৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: মেয়াদ পেরিয়ে ‘চলন্ত বোমায়’ পরিণত হওয়া ১ হাজার ৮০টি সিএনজি চালিত অটোরিকশা ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএর) চট্টগ্রাম বিভাগীয় অফিস। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নগরের বিআরটিএ অফিসে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনই ধ্বংস করা হয় ৪৬ মেয়াদোত্তীর্ণ অটোরিকশা।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-পরিচালক (ইঞ্জি) মোহাম্মদ শহীদুল্লাহ সকালেরসময়কে জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় চট্টগ্রামে ১১ সিরিয়ালের ১ হাজার ৮০টি মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ধ্বংস করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম দিন ৪৬টি মেয়াদোত্তীর্ণ অটোরিকশা ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ সব অটোরিকশা ধ্বংস করা হবে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর, বিআরটিএর সহকারী পরিচালক (চট্টগ্রাম মেট্রো-১) সুব্রত কুমার দেবনাথ, মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page