চট্টগ্রাম মাঝিরঘাট তিনটি লবণ কারখানায় আগুন


২ মার্চ, ২০১৮ ১:৩০ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক::  চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় তিনটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানা আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী-পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া জানান, বৈদ্যুতিক গোলোযোগ থেকে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রথমে মাঝিরঘাটের নারিকেল তলা এলাকার আধাপাকা একটি লবণ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগে। পরে তা পাশের অন্য দুই কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, আগুনে তৈয়বিয়া সল্ট ক্রাসিং মিল, ইসা ও মুসা সল্ট ক্রাসিং মিল এবং ডলফিন সল্ট ক্রাসিং মিল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page