গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ—দগ্ধ ৩৫


নিউজ ডেস্ক  ১৩ মার্চ, ২০২৪ ৯:৪৫ : অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে এ পর্যন্ত দগ্ধ ৩৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় শফিক খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। সেখানে গিয়ে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দগ্ধদের সংখ্যা সংগ্রহ করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে জানানো হয়, আজ বুধবার সন্ধ্যায় গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৩৫ জনকে পর্যায়ক্রমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ