খাগড়াছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


সকালের সময় : ২৮ জানুয়ারি, ২০২২ ৫:০৫ : অপরাহ্ণ
পুকুরে ডুবে মৃত্যু

সারাদেশ ডেস্ক : পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশু মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌঁনে ১টার দিকে পানছড়ির কলেজ গেইট এলাকার চেঙ্গি নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে নেমে বাকি দুই শিশুও পানিতে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে পানি থেকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- পানছড়ির ছোট ধন পাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানালেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসারুল করিম।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। আকস্মিক তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page