উখিয়া আশ্রয় শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি–নিহত ১


নিউজ ডেস্ক  ১৬ জুন, ২০২২ ৬:৩০ : অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সলিম (৩০) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বুধবার দিবগত রাত ১২টার দিকে ক্যাম্প ২ ও ক্যাম্প ৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু’গ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি।

বালুর মাঠ আর নৌকার মাঠ এর মাঝামাঝি স্থানে গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ সলিম নামের ক্যাম্পের এক রোহিঙ্গার গায়ে গুলি লাগে। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হসপিটালে নিয়ে রাত ৩টার দিকে সে মারা যায়।

কি কারণে এই গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page