পুকুর খনন করতে গিয়ে মিলল মর্টারশেল


৫ মার্চ, ২০১৯ ১২:১২ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুর খনন করতে গিয়ে পুরাতন একটি মর্টারশেল পেয়েছেন শ্রমিকরা। সোমবার (৪ মার্চ) দিনগত রাতে খবর পেয়ে ওই মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মফিদুল ইসলামের বাড়ির পাশে পুকুর খনন করতে গিয়ে শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টারশেলটি উদ্ধার করে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি কোনো কারণে মাটির নিচে চাপা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক সকালেরসময়কে জানান, নয় ইঞ্চি লম্বা মর্টারশেলটি বেশ পুরনো। এটি নিয়ে যেতে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হচ্ছে। তারা এলে এটি হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page