পদদলিত হয়ে হতাহতের ঘটনায় ৫ সদস্যের কমিটি


১৯ ডিসেম্বর, ২০১৭ ৮:৩৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: মেজবানে পদদলিত হয়ে হতাহতের ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদসস্যের তদন্ত কমিটি গঠন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী সাত কর্মদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা, গণপূর্ত উপ বিভাগের প্রকৌশলী এসএম শাহরিয়ার নেওয়াজ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে জমা দিতে কমিটিকে অনুরোধ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের স্টাফ অফিসার রমিজ আলম।

এদিকে, তদন্ত হলেই পদদলনের ঘটনার কারণ জানা যাবে বলে মনে করেন প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড়ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page