পদদলনে নিহতদের পরিবারকে অনুদান দিচ্ছে হিন্দু ফাউন্ডেশন


২৩ ডিসেম্বর, ২০১৭ ১১:২৪ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: মহিউদ্দীনের কুলখানির মেজবানে রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে নিহত ১০ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। শুক্রবার রাতে ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদারের সভাপতিত্বে এক সভায় এ অনুদান দেওয়া সিদ্ধান্ত হয়েছে।

এসময় ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত বলেন, প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলনে যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা ১০ হাজার টাকা করে দেব। অসহায় পরিবারগুলোর যে কোন বিপদে-আপদে আমরা তাদের পাশে থাকব।

সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, কে পি দাশ, দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, অধ্যাপক হারাধন নাগ, ডা. গৌতম চৌধুরী, বিশ্বজিৎ পালিত, প্রকৌশলী উদয় শেখর দত্ত, আশুতোষ সরকার, তাপস হোড়, অজিত কুমার আইচ, বাসনা দাশ, সুভাষ দাশ ও সুমন কান্তি দে প্রমুখ।

সভায় চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page