Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

বিষয় :

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


৮ ডিসেম্বর, ২০১৭ ৬:১৬ : পূর্বাহ্ণ

সকালেরসময়, নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার সাদ্দাম হোসেন (৩২) এবং চালকের সহকারী (হেলপার) একই জেলার সারওয়ার হোসেন (২০)।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের সার্জেন্ট এ কে এম কাউছার জানান, সকালে একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে দড়িকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কাউছার আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ