জাপা এমপি মাহজাবিন ও স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা


১০ জানুয়ারি, ২০১৮ ৩:১৭ : অপরাহ্ণ

সকালেসময় ডেস্ক :: জাতীয় পার্টির সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবিন মোরশেদ এবং তার স্বামী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে বেসিক ব্যাংকের পৌনে ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ডবলমুরিং থানায় এ মামলা ২টি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম। মামলায় বেসিক ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, আইজি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহজাবিন মোরশেদ এবং ক্রিস্টাল স্টিল এন্ড শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোরশেদ মুরাদ ইব্রাহিম মামলায় আসামি হয়েছে। দুজনেই ২টি প্রতিষ্ঠানের পক্ষে বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ওসি বলেন, ২০১০ সালে পৃথকভাবে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা ২টি দায়ের হয়েছে। দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ রয়েছে, আইজি নেভিগেশন লিমিটেডের নামে বেসিক ব্যাংক থেকে ১৪১ কোটি ১ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা ১১ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামী হয়েছেন মাহজাবিন মোরশেদসহ একই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ মোজাফফর আহমেদ এবং বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম।

অপর মামলায় ক্রিস্টাল স্টিল এন্ড শিপ ব্রেকিংয়ের নামে বেসিক ব্যাংক থেকে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা ১৭ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামী হয়েছেন মাহজাবিনের স্বামী মোরশেদ মুরাদ ইব্রাাহিম বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page