চট্টগ্রাম আদালতে পিপির সঙ্গে আইনজীবীদের হাতাহাতি


৩ মার্চ, ২০১৯ ৬:১৬ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: আদালত চলাকালীন সময়ে জামিনের বিরোধিতা করায় এজলাসের ভেতরে পাবলিক প্রসিকিউটরের (পিপি) সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের হৈ চৈ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে বিচারক আদালতের কার্যক্রম মূলতবি ঘোষণা করেন। রোববার (৩ মার্চ) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের ভেতরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী “সকালেরসময়ে” বলেন, বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজির করে তাদের জামিনের আবেদন করেন বিএনপিপন্থী আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এএসএম বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরীসহ কয়েকজন আইনজীবী।

তাদের জামিন আবেদনের বিরোধিতা করেন মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী। আদালত একটি মামলায় ৬ বিএনপি নেতাকর্মীর জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আরেকটি মামলার শুনানি চলাকালে ফের তাদের জামিনের বিরোধিতা করেন পিপি। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা পিপির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বিষয়টি স্বীকার করে মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী “সকালেরসময়কে” বলেন, জামিন আবেদনের বিরোধিতা করায় বিএনপি নেতাদের আইনজীবীরা আমার সঙ্গে অসদাচরণ করেছেন। আদালত কার্যক্রম মূলতবি ঘোষণা করেছেন। পৌণে ২টার দিকে কার্যক্রম শুরু করে ওই মামলাগুলোতে তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে।

বিএনপি নেতাদের আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, পিপির সঙ্গে কোনো ঝামেলা হয়নি। আদালতের সঙ্গে কয়েকজনের উচ্চবাচ্য হয়েছে। আদালত শুরুতেই আসামিদের হাজতে পাঠানোর আদেশ দিচ্ছিলেন। তখন আদালতকে আমরা বুঝাতে চেয়েছি- আসামিদের আরও মামলা আছে, হাজতে দিলে একইদিন শুনানি করে সবগুলোতে হাজতে দেন। একটি মামলায় একেক সময় আদেশ দিলে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়। তখন একটু উচ্চবাচ্য হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page