চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙল ম্যাজিস্ট্রেট


১০ জানুয়ারি, ২০১৮ ৩:২৭ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট :: নগরীর জহুর হকার্স মার্কেটের প্রবেশ পথে নির্মাণাধীন একটি স্থাপনা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত ভেঙ্গে দিয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। ওই স্থাপনায় বঙ্গবন্ধুসহ তিন আওয়ামীলীগ নেতার ভাস্কর্য বানাচ্ছিলেন।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পরে হকাররা বিক্ষোভ করেন। এরপর হকার্স মার্কেটের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

জহুর হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, মার্কেটের প্রবেশ পথের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরী এবং প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ব্যবসায়ীরা। কাজও শুরু করেছেন তারা। বুধবার দুপুরে চসিকের একটি দল এসে প্রতিকৃতিকে অবৈধ বলে ভেঙে চলে যায়। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ।

অভিযানে নেতৃত্বে ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও আছিয়া আক্তার। জাহারানা ফেরদৌস বলেন, নালার ওপর স্ল্যাব বসিয়ে একটি স্থাপনা করা হচ্ছে। অথচ সেজন্য কোনো অনুমতি মার্কেট কর্তৃপক্ষ নেয়নি। হকার সমিতির নেতাদের বলেছি মেয়র মহোদয়ের অনুমতি নিয়ে আসুন। এই বলে আমরা চলে আসি।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page