চট্টগ্রামে অর্ধেক খুলি নিয়ে সন্তানের জন্ম


২৩ ডিসেম্বর, ২০১৭ ১১:২৮ : পূর্বাহ্ণ

সকালেরসময় ডেস্ক :: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথার খুলির অর্ধেক নিয়ে জন্ম নিয়েছেন এক মায়ের খোলে একটি শিশু। শিশুটি এখনও জীবিত আছে। শনিবার সকালে এই শিশুটির জন্ম হয়েছে।

উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল নাঈম (২৩) মেয়ে সন্তানটির জন্ম দিয়েছেন।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার বলেন, গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে ভাইরাসের সংক্রমণে ত্র“ুটি নিয়ে শিশুটি জন্ম নিয়েছে। শিশুটির ব্রেইনসহ মাথার খুলির উপরের অংশ নেই। শিশুটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম। শিশুটির মা সুস্থ আছেন। সাধারণত এই ধরনের নবজাতক বাঁচে না।

তিনি বলেন, জন্মের পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের স্ক্যানো বিভাগে পাঠানো হয়েছে। তবে মায়ের শরীরে কি ধরনের ভাইরাসের সংক্রমণ হয়েছিল সেটা পরীা-নিরীা ছাড়া বলা সম্ভব নয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page