Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

অনুসন্ধানী সাংবাদিকতা ঘটনার গভীরে পৌঁছাতে সাহায্য করে: চবি উপাচার্য


৪ ডিসেম্বর, ২০১৭ ৩:২৬ : অপরাহ্ণ

মোহাম্মদ ফোরকান, চট্টগ্রাম :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। অনুসন্ধানী সাংবাদিকতা ঘটনার গভীরে পৌঁছাতে সাহায্য করে। বস্তুনিষ্ট সাংবাদিকতার ক্ষেত্রে অনুসন্ধানের বিকল্প নেই।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেসক্লাবের সহযোগিতায় বাংাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) তিন দিনব্যাপী অনুসন্ধানীমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। বক্তব্য রাখেন পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।

এতে সংবাদ ধারণার ওপর প্রশিক্ষণ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে। আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনে অনুসন্ধানী প্রতিবেদনের ওপর প্রশিক্ষণ দিবেন ডিবিসির প্রধান সম্পাদক জায়েদুল আহসান পিন্টু।

বুধবার (৬ ডিসেম্বর) সমাপনী দিনে সংবাদ লেখার কৌশল নিয়ে সিনিয়র সাংবাদিক আবুল মোমেন, ফিচার নিয়ে চবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী এবং সাংবাদিকতার আচরণ বিধি ও নীতি নৈতিকতা বিষয়ে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর প্রশিক্ষণ দিবেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ