বিষয় :

প্রশ্নপত্রে সেফুদা! সমালোচনার ঝড়


সকালের-সময় রিপোর্ট ১০ জুলাই, ২০১৯ ৫:১৪ : পূর্বাহ্ণ

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ১০ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র সেফাতুল্লাহ সেফুদাকে উদ্দীপক ধরে একটি সৃজনশীল প্রশ্নপত্র করা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

প্রশ্নপত্রে বলা হয়েছে, অদ্ভুত এক মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, এই মদ খাবি, মানুষ হবি, দেখ আমি আরো এক গ্লাস খাইলাম।

তার কথায় প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয়ে প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে তিনি হয়ে উঠতেন একজন আত্মসচেতন ও আত্মমর্যাদাবান ব্যক্তি।

এই অংশটি উদ্দীপক ধরে সৃজনশীল অংশের এক নম্বর প্রশ্নে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের এই অংশটির ছবি ভাইরাল হয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page