বিষয় :

চবির ‘এ’ ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক ৬৮ হাজার শিক্ষার্থী


সকালের সময় শিক্ষা ডেস্ক: ১ নভেম্বর, ২০২১ ১১:২১ : পূর্বাহ্ণ

দুই দিনে মোট ৬৮ হাজার ১১০ জন শিক্ষার্থী চবির ‘এ’ ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক। এরমধ্যে আজ সোমবার (১ নভেম্বর) দুই শিফটে ১৭ হাজার ২৮ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

আজ সোমবার (১ নভেম্বর) ও কাল মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ও বিকেল দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে সম্পন্ন হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ষষ্ঠ ও সপ্তম দিনে ‘এ’ ইউনিটে মোট এক হাজার ২১২টি আসনের জন্য তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এ ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।

প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page