মুক্তি পেলেন বিএনপি নেতা হাফিজ


সকালের-সময় রিপোর্ট ১৩ অক্টোবর, ২০১৯ ৬:৩০ : অপরাহ্ণ

মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৫টা ২০ মিনিটে সিএমএম আদালতের হাজতখানা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

আদালত সূত্রে এ তথ্য জানা গেছে, এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরে আলম মামলার সুষ্ঠু তদন্তে জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করে রিমান্ডের দাবি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে বিমানবন্দর এলাকা থেকে মেজর (অব.) হাফিজকে গ্রেফতার করা হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ