বিষয় :

দেশের উন্নয়ন করতে গিয়ে কিছু ভুল হয়েছে: কাদের


২৫ ডিসেম্বর, ২০১৮ ৩:০২ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবার ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করা হবে। দেশের উন্নয়ন করতে গিয়ে কিছু ভুল হয়েছে, নানারকম আচরণে কেউ কেউ কষ্ট পেয়েছেন। চাঁদেরও কলঙ্ক আছে আর আমরা তো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের এমপি প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ এবং বছরের প্রথম দিনে বই দিয়ে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। আর বিএনপি দেয় ভুয়া প্রতিশ্রুতি। মাত্র তিনদিন আছে। বিএনপির উস্কানির ফাঁদে পা দেবেন না। অগ্নিপরীক্ষা দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এটাই আমার প্রথম নির্বাচন। নোয়াখালীবাসী দেখিয়ে দিন যে, আমরা নৌকার পক্ষে আছি, উন্নয়নের পক্ষে আছি। আবার ক্ষমতায় এলে ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন কিরণ। ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page