জয়-লেখকের নতুন নেতৃত্বে ছাত্রলীগ


সকালের-সময় রিপোর্ট ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১:৪৯ : অপরাহ্ণ

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন। নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন লেখক ভট্টাচার্য।

আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন শোভন ও রাব্বানী। পরে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ানকে মনোনীত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংগঠনের দুই শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল কয়েক দিন ধরেই। আজ এসব গুঞ্জনের অবসান হলো।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে। তার বাবার নাম আব্দুল আলীম। বরিশালে এসএসসি পাস করার পর ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

ঢাবিতে অধ্যয়নকালীন আল নাহিয়ান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হওয়ার আগে ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

অন্যদিকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বাড়ি যশোরে। তিনি জেলার মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের দেবাশীষ ভট্টাচার্যের ছেলে। এর আগে তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ