শক্রুবার খালেদার জন্মদিনের দোয়া-মাহফিল হবে, কেক কাটা হবে না: রিজভী


সকালের-সময় রিপোর্ট ১৫ আগস্ট, ২০১৯ ৫:৫৯ : পূর্বাহ্ণ

প্রতি বছর ১৫ আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিন বড় আয়োজনে উদযাপন করে বিএনপি। কিন্তু ২০১৬ সাল থেকে বড় আয়োজনে বেগম জিয়ার জন্মদিন উদযাপন করছে না দলটি। এবারো খালেদা জিয়ার ৭৫তম জন্মদিনে কেক কাটা হবে না। এমনকি এই দিনে কোনো কর্মসূচিও রাখেনি বিএনপি।

তবে শুক্রবার খালেদা জিয়ার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশের সব জেলা ও উপজেলায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া-মাহফিল হবে।

এদিকে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও খালেদা জিয়ার জš§দিন উপলক্ষে তার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার দোয়া-মাহফিলের আয়োজন করেছে। ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন খালেদা জিয়া। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ১ এপ্রিল থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page