বিষয় :

একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি


১৯ ডিসেম্বর, ২০১৮ ১:১৬ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আপনাদের সামন্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটয়্যার সংক্রান্ত ইলেকশান ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, সুন্দরভাবে প্রশিক্ষণ নিতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সামান্য ক্ষতিগ্রস্ত হবে যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামন্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ট্যাকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। আপনাদের দক্ষতা, মেধা আগ্রহ দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। সিইসি বলেন, প্রত্যেক জায়গায় নির্বাচনের আমেজ স্বতঃস্ফূর্ত পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহ, চিন্তা, পরিকল্পনা এগুলো দেখে আমরা অভিভূত হই। সুতরাং মানুষের সেই আগ্রহ ও আস্থার জায়গা যেন আমাদের কারও ভুলের কারণে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page