বিষয় :

ইয়াবা নিয়ে টেকনাফের যে বদনাম রয়েছে, তা দূর করতে হবে: বদি


২৭ ডিসেম্বর, ২০১৮ ২:১৮ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: বুধবার (২৬ ডিসেম্বর) কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়তে বলেছেন। টেকনাফ উপজেলায় এক সমাবেশে এসময় তিনি আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৌকার প্রার্থী শাহীনা আক্তারের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। নাহলে আবারও উখিয়া-টেকনাফের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হবে।

তিনি আরও বলেন, ইয়াবা নিয়ে টেকনাফের যে বদনাম রয়েছে, দূর করতে হবে। এজন্য ইয়াবা ব্যবসায়ীদের টেকনাফ ছাড়ার নির্দেশ দিচ্ছি। এর আগে ১৯ ডিসেম্বর এক পথসভায় বদি বলেছিলেন ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই। সেদিন তিনি ইয়াবা ব্যবসায়ীদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে প্রতিহত করার নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page