২৬ দিন পর আবারো জমজ সন্তান জন্ম দিলেন এক মা


২৮ মার্চ, ২০১৯ ৮:৫২ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: স্বাভাবিক প্রক্রিয়ায় প্রথম সন্তান জন্ম দেয়ার ২৬ দিন পর আবারো জমজ সন্তান জন্ম দিলেন এক মা৷ কিছুটা অস্বাভাবিক মনে হলেও, মা ও তার তিন সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছে ডাক্তাররা৷ আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এ মায়ের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়৷ গত ২৫ ফেব্রুয়ারি গর্ভবতী আরিফা সুলতানা খুলনা সদর হাসপাতালে ভর্তি হলে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

এসময় আরিফার গর্ভে থাকা আরো দুটি সন্তান থাকলেও তাদের অস্তিত্ব টের পাননি ডাক্তাররা৷ প্রথম সন্তান জন্ম দেয়ার ২৬ দিন পর তার আবারো প্রসব বেদনা উঠলে গত মঙ্গলবার তিনি স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ পরীক্ষার পর হাসপাতালের ডাক্তাররা আরিফার গর্ভে জমজ সন্তানের অস্তিত্ব টের পান৷ডাক্তারদের সহযোগীতায় আবারো একটি কন্যা ও একটি পুত্র শিশুর মা হন আরিফা৷

হাসপাতালে কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ শীলা পোদ্দার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরিফা নিজেও বুঝতে পারেননি যে তাঁর গর্ভে সন্তান রয়েছে৷ শীলা জানান আরিফার গর্ভে দুটি আলাদা আলাদা প্রকোষ্ঠ ছিল৷ এ ধরণের ঘটনা কদাচিত হয়ে থাকে উল্লেখ করে শীলা জানান যে তিন সন্তান নিয়ে আরিফা সুস্থ অবস্থায় হাসপাতাল ত্যাগ করেছেন৷

তবে বিষয়টি অবাক করেছে সংশ্লিষ্টদের৷ যশোর জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিলীপ রায় এএফপিকে বলেন, তিনি তার ৩০ বছরের ডাক্তারি জীবনে এ ধরণের ঘটনা দেখেননি৷ এ ক্ষেত্রে তিনি আরিফার প্রথম সন্তান জন্মের সময়ে নিয়োজিত ডাক্তারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন ওই সময়ে দায়িত্বরত ডাক্তারের এ বিষয়টি নজরে আসার কথা ছিল৷

দরিদ্র পরিবার থেকে আসা আরিফা তিন সন্তান পেয়ে বেশ পুলকিত৷ তবে দারিদ্রতার ভারে আক্রান্ত আরিফা সন্তানদের লালন পালন নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন। এদিকে আরিফার স্বামী দিনমজুর সুমন বিশ্বাস ঘটনাটিকে ‘সৃষ্টিকর্তার কৃপা’ উল্লেখ করে বলেন, সন্তানদের সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন।

সূত্র : ডয়চে ভেলে

Print Friendly, PDF & Email

আরো সংবাদ