সৌদিতে ৫ জোড়া যমজ সন্তানের জন্ম দিয়েছে এক মা


সকালের সময় : ২০ জানুয়ারি, ২০২২ ৭:৪৩ : অপরাহ্ণ
সৌদিতে, যমজ সন্তানের জন্ম

ভিন্ন খবর : সৌদি আরবে একই সাথে এক নারীর গর্ভে জন্ম নিয়েছে ৫ জোড়া যমজ সন্তান। গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ১০ সন্তানের জন্ম দিয়েছেন এ মা। শিশুদের ওজন ৯৫০ থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে।

গত ১২ জানুয়ারি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নবজাতকদের সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটারে সুখবরটি জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয় সৌদি আরবের ৩৪ বছর বয়সী এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন।

সশস্ত্র বাহিনীর হাসপাতালটির অবস্টেরিক্স ও গাইনোকলজি বিভাগের প্রধান মেজর জেনারেল আত্তিয়া আল-জাহরানি ব্যাপক প্রশংসা পেয়েছেন। ট্ইুটার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ