চট্টগ্রাম শাহ আমানতে ১৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক ।


৫ আগস্ট, ২০১৮ ৭:০৬ : অপরাহ্ণ

সকালেরসময় চট্টগ্রাম ডেস্ক:: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৮৬৩ দশমিক ০৮ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছেন কাস্টম কর্মকর্তারা। ওই যাত্রীর কাছে ১৩৬টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা। রোববার (৫ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় মাসকাট থেকে ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে মো. জাহেদ নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। কাস্টম হাউসের উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন সকালেরসময়কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলার ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজর রাখের কাস্টম কর্মকর্তারা। একপর্যায়ে গতিবিধি সন্দেহজনক হওয়ায় হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার মৃত জামাল আহমেদের ছেলে মো. জাহেদকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার মোবাইলের ভেতর লুকানো একটি স্বর্ণের বার এবং লাগেজের ভেতর কালো স্কচ টেপে মোড়ানো আরও ১৩৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাস্টম হাউসের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page