গরুর জন্য চালু হতে যাচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস!


সকালের সময় : ১৫ নভেম্বর, ২০২১ ১:২৭ : অপরাহ্ণ
গরুর জন্য,অ্যাম্বুলেন্স সার্ভিস

ভিন্ন খবর ডেস্ক : অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার ভাবনা থেকেই গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে ভারতের উত্তরপ্রদেশ সরকার।

উত্তরপ্রদেশের মৎস্য চাষ, পশুপালন ও ডেয়ারী মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী জানান, দেশে প্রথম উত্তরপ্রদেশে গরুদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু হতে চলেছে৷

রবিবার মথুরায় সাংবাদিকদের কাছে লক্ষ্ণী নারায়ণ চৌধুরী জানান, অসুস্থ গরু নিয়ে বিপাকে পড়লে ১১২ নম্বরে ফোন করলেই ১৫-২০ মিনিটের মধ্যেই পশু চিকিৎসককে নিয়ে অসুস্থ গরুর চিকিৎসায় পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্সটি।

গাড়িতে আরও দু’জন অ্যাসিস্ট্যান্ট থাকবেন চিকিৎসকের সঙ্গে। থাকবে চিকিৎসার নানা সামগ্রী। তাছাড়া অভিযোগ জানানোর জন্য লখনউয়ে একটি কল সেন্টার তৈরি করা হবে।

‘অভিনব অ্যাম্বুল্যান্স’ পরিষেবা ডিসেম্বর মাস থেকে পাওয়া যাবে। ২৪ ঘণ্টায় এই পরিষেবা পাবেন গবাদি প্রতিপালকরা। এ জন্য ইতিমধ্যেই ৫১৫টি অ্যাম্বুল্যান্স তৈরি আছে বলে জানিয়েছেন লক্ষ্মী নারায়ণ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ