বিষয় :

৪ দেশের ৪৯ নাগরিক ইসলাম গ্রহণ করলেন


১৩ মে, ২০১৯ ১:৩৯ : পূর্বাহ্ণ

ওমানে বসবাসরত ৪টি দেশের ৪৯ নাগরিক ইসলাম গ্রহণ করেছে। তার মধ্যে ১৮ জন উগান্ডার নারী, ১১ ফিলিপিনো পুরুষ ও ৩ নারী, শ্রীলঙ্কার ৫ নারী এবং তানজানিয়ার নারী রয়েছে। এক বিবৃতিতে দেশটির মিনিষ্ট্রি অব আওকাফ এণ্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স (এমএআরএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এমএআরএ বলছে, এটা তাদের মন্ত্রণালয়ের প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। ইসলাম ও সাংস্কৃতিক বিনিময় বিভাগের দপ্তর ইফতা ইসলামের সংস্কৃতি ছড়িয়ে দিতে মুখ্য ভূমিকা রেখেছে।

এক্ষেত্রে আওয়াফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের ইফতা নামের দপ্তরের ইসলামী ও সাংস্কৃতিক বিনিময় বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রসঙ্গত, ধর্মীয় সচেতনতা বৃদ্ধি, অনুসরণ, এবং নতুন ইসলাম গ্রহণকারীদের বিষয়ে ওই সংস্থাটি কাজ করে থাকে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page