বিষয় :

ধর্মীয় অনুভুতিতে আঘাত

পীযুষ বন্দোপাধ্যায়কে গ্রেফতারের দাবি


সকালেরসময় রিপোর্ট ১৪ মে, ২০১৯ ৫:১১ : অপরাহ্ণ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পড়া ‘জঙ্গি লক্ষণ’ বলে সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠনের আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়ের প্রচার করা বিজ্ঞাপনে ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামের আবশ্যক পালনীয় দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পড়াসহ বেশ কিছু লক্ষণকে জঙ্গি লক্ষণ হিসেবে তুলে ধরে পীযুষরা বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। পীযুষ বন্দোপাধ্যায় এই বিজ্ঞাপন প্রচার করে ইসলাম ও মুসলমানের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।

মহাসচিব বলেন, শতকরা ৯৩% মুসলমানের দেশে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত নিয়ে বেয়াদবি করার স্পর্ধা দেখাবে আর মুসলমানেরা নীরবে বসে থাকবে তা হতে পারে না।

এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ উক্তি কোনোভাবেই মানা যায় না। এই বেয়াদবির চরম শাস্তি হতে হবে। একজন বিধর্মী ব্যক্তি ৯৩ ভাগ মুসলমানের ঈমান ও আমল নিয়ে বেয়াদবি করবে এটা মুসলমান দেখবে তা হতে পারে না।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page