বিষয় :

ইবাদত-বন্দেগিতে মুখরিত প্রতিটি মসজিদ ।


২ মে, ২০১৮ ১২:৪৭ : পূর্বাহ্ণ

সকালেরসময় বিশেষ প্রতিবেদক::  আল্লাহু আল্লাহু শব্দে মুখরিত প্রতিটি মসজিদ। বিকেল থেকে ছোট,বড় সবাই বেশ আনন্দের সাথে কিনছেন টুপি, তসবি, জায়নামাজ,ও আতর। সারা রাত আল্লাহর ইবাদত-বন্দেগি করে সন্তুষ্টির আশায় মসজিদে যাওয়ার প্রস্তুতি হিসেবে এসব কেনাকাটায় ব্যস্ত দেখা যায় মুসল্লিদের। প্রতিটি মমসজিদ এলাকায় ছিল মুসল্লিদের বেশ ভিড়।

মঙ্গলবর (১ মে) সন্ধ্যায় মাগরিবের আজানের আগেই ইবাদত-বন্দেগি করতে মসজিদমুখী হওয়া শুরু করেন মুসল্লিরা। জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদে বাড়তে থাকে ভিড়। পবিত্র এ রাতের ফজিলত গুরুত্ব দিয়ে মসজিদে মুসল্লিদের বেশি বেশি নফল নামাজ পড়তে দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মুসল্লিদের আনাগোনা।

এশার নামাজের পর দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিম ও নিজেদের মধ্যকার সংঘাতের অবসান চেয়ে মুসলমানদের ঐক্য কামনা করা হয় মোনাজাতে।

সারা রাতব্যাপী ওয়াজ, জিকির ও দোয়া মাহফিল হবে প্রতিটি মসজিদে। এশার নামাজের পর শবে বরাতের ফজিলত ও করণীয় বিষয়ে বয়ান করেন আলেমরা।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ