বিষয় :

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ২০৪ লাল কোরাল


সকালের সময় : ৩ নভেম্বর, ২০২১ ৯:১৫ : অপরাহ্ণ
সেন্টমার্টিন, জেলের জালে,লাল কোরাল

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে একদল জেলেদের হাতের টানা জালে ধরা পড়েছে ২০৪টি লাল কোরাল। বুধবার (৩ নভেম্বর) দ্বীপের ডেইলপাড়া সাগরে এসব লাল কোরাল মাছ ধরা পড়ে।

প্রতিটি লাল কোরালের ওজন প্রায় ৫ থেকে ৬ কেজি। প্রায় ৩৫ মণ ওজনের মাছগুলো ছয় লাখ টাকায় কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী মুফিজ আলম। এর আগে ঘাটে মাছগুলো রাখলে স্থানীয় লোকজন সেগুলো দেখতে ভিড় করেন।

সেন্টমার্টিনের অনেকে জানান, প্রতিদিনের মতো দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের উত্তরে রশিদ প্রকাশ বাগ্গুলা রশিদ মাঝির নেতৃত্বে ১৫ জনের একটি দলের ট্রলারে করে ওই এলাকায় মাছ শিকারে যান ও সাগরে জাল (হাত টনা) ফেলে।

ঠিক একঘণ্টা পর হাতে টেনে জালটি দ্বীপের ডেইল পাড়ায় বালিয়াড়িতে আনা হয়। পরে জালের মধ্যে ২০৪টি লাল কোরাল পাওয়া যায়।

রশিদ প্রকাশ বাগ্গুলা রশিদ বলেন, একঘণ্টা পর জাল টেনে তুলতেই লাল কোরাল মাছগুলো দেখতে পান। জালে ধরা ২০৪টি লাল কোরাল পাওয়া যায়। প্রতিটি ওজন প্রায় ৫ থেকে ৬ কেজির মতো। মাছগুলো পরে ছয় লাখ টাকায় বিক্রি করা হয়। মাছগুলো কিনেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মুফিজ আলম।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলের জালে অনেকগুলো লাল কোরাল ধরা পড়েছে শুনেছি। এসব মাছ ৬ লাখ টাকায় বিক্রিও হয়েছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রাঙা কোরাল সামুদ্রিক মাছ। এসব মাছ সাগরে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে। অতীতেও সেন্টমার্টিন ও টেকনাফে জেলেদের জালে এমন কোরাল মাছ ধরা পড়ার ঘটনা রয়েছে।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ