বিষয় :

৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক  ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৪ : অপরাহ্ণ

গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

শনিবার দুপুরে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টায় চার বছর পর নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। এদিকে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে যান প্রধানমন্ত্রী। এ জনসভায় প্রধান অতিথি হয়ে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে কোটালীপাড়া উপজেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে জনসভাস্থল। স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া-ভাঙ্গারহাট রোডের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। নেতাকর্মীদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়ায় আসেন প্রধানমন্ত্রী। উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। এরপর টুঙ্গিপাড়ায় গেলেও কোটালীপাড়ায় যাওয়া হয়নি তার।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page