বিষয় :

তিন কোটি ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড কিনবে ইসি


নিউজ ডেস্ক  ৪ মে, ২০২৩ ৩:১৪ : পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) জন্য তিন কোটি স্মার্ট ব্ল্যাঙ্ক কার্ড কেনা হবে। এজন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব অনুমোদনের জন্য লিস্টে থাকলেও তা অনুমোদন হয়নি। এই তিন কোটি স্মার্ট ব্ল্যাঙ্ক কার্ড কেনায় ব্যয় হবে ৪০৬ কোটি টাকা। তবে আগামী বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হবে বলে জানা গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

প্রস্তাবটি অনুমোদন হয়নি বলে জানিয়ে অতিরিক্ত সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশনের জন্য সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে তিন কোটি ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় কেনা হবে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page