বিষয় :

সিআইডি প্রধান হলেন অতিরিক্ত আইজিপি আলী মিয়া


নিউজ ডেস্ক  ১৬ আগস্ট, ২০২২ ৮:০১ : অপরাহ্ণ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এর আগে তিনি ট্যুরিস্ট পুলিশ প্রধান ছিলেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। এর আগে সিআইডির প্রধানের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বর্তমানে অবসরে গেছেন। ব্যারিস্টার মাহবুবুর রহমান ২০২১ সালের জুলাইয়ে অবসরের কথা থাকলেও তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছিল সরকার।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page