Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 118

Warning: Attempt to read property "user_email" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 144

Warning: Attempt to read property "display_name" on bool in /home11/sokalers/public_html/wp-content/plugins/wordpress-seo/frontend/schema/class-schema-person.php on line 151

বিষয় :

রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন


৩ মার্চ, ২০১৭ ১:৪৩ : অপরাহ্ণ

রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুরে রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাঁধ নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ।

তিনি বলেন, এ নির্মাণ কাজ শেষ হলে পদ্মার ভাঙনে রবীন্দ্র কুঠিবাড়ী বিলীন হওয়ার আশঙ্কা আর থাকবে না। এছাড়া এলাকার মানুষও ভাঙন থেকে রক্ষা পাবে।

শুক্রবার (০৩ মার্চ) দুপুরে রবীন্দ্রনাথের কুঠিবাড়ী ভাঙনরোধে ২০৫ কোটি টাকার রক্ষা বাঁধ নির্মাণ কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার আমাদের ইতিহাস, কৃষ্টি-কালচার রক্ষায় সর্বদা তৎপর। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরাও সেদিকে এগুচ্ছি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গঙ্গা ব্যারেজ সম্পর্কে তিনি বলেন, এখন পানির লেভেল নিচে নেমে গেছে, সে কারণে সঠিক পরিমাণের পানি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ-ভারতের উভয় কারিগরি টিম পরীক্ষা-নিরীক্ষা করছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌস প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page