বিষয় :

বিজয়ের ৪৭ বছরে এসে আজ গণতন্ত্র কারারুদ্ধ: ফখরুল


১৬ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: সাভার স্মৃতিশোধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যে ধরনের পরিবেশ চেয়েছিলাম তা এখনও পাইনি বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, বিজয়ের ৪৭ বছরে এসে আজ গণতন্ত্র কারারুদ্ধ। দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তির জন্য আমাদের আন্দোলন চলবে। রোববার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, দেশ একদিকে বিজয় দিবস পালন করছে। অন্যদিকে দেশে চলছে অত্যাচার, অনাচার, অন্যায়। একাদশ জাতীয় নির্বাচনে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চেয়েছিলাম, যা এখনও পাইনি। অথচ দুই সপ্তাহ পর এই নির্বাচন হওয়ার কথা। আমাদের প্রার্থীদের এখনও গুলি করা হচ্ছে, প্রচারে নামতে দেওয়া হচ্ছে না, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যতই অত্যাচার করা হোক দেশনেত্রীর মুক্তির আন্দোলন থেকে আমরা সরে আসবো না। তার (খালেদা জিয়ার) মুক্তির আন্দোলন চলছে, চলবে। জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে নেত্রীকে মুক্ত করবে। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page