বিষয় :

বাইডেনের কথিত উপদেষ্টা বিমান বন্দর থেকে আটক


নিউজ ডেস্ক  ৩০ অক্টোবর, ২০২৩ ১১:২৬ : পূর্বাহ্ণ

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়া জাহিদুল ইসলাম আরেফী তিনি তখন নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেন।

আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে এই কথিত উপদেষ্টাকে আটক করে পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরেফীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page