বিষয় :

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক  ১৮ এপ্রিল, ২০২৩ ৩:৩৩ : অপরাহ্ণ

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের জন্য প্রধানমন্ত্রী ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের মোবাইলে টাকা পৌঁছে গেছে।

এর আগে, গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১১ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এতে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নামের তালিকাসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page