বিষয় :

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা


১৫ জানুয়ারি, ২০১৯ ৪:৫১ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধানমন্ত্রীর আগের মেয়াদের পাঁচ উপদেষ্টাকেই রাখা হয়েছে। নিয়োগ পাওয়ারা হলেন, রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া উপদেষ্টারা পদে থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। গতবার এই পাঁচজন ছাড়াও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর প্রযুক্তি এবং ইকবাল সোবহানকে তথ্য উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছিল।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ